Post# 1608714460

23-Dec-2020 3:07 pm


#দ্বিন ব্যসিকগুলো - ২

এখন হানাফিতে সমস্ত কাজ, একেবারে সমস্ত কাজ হারাম-হালালের এই ভাগগুলোর কোনো একটাতে ফেলা হয়। যেমন "এমন করলে মাকরুহ হবে"। "সেটা ওয়াজিব" এধরনের।

এখনে প্রতিদিনের নামাজের কোনটা কোন ভাগে সেটা বলছি :

রাকাত - এবং কোন শ্রেনির
ফজর
২ সুন্নাহ মুয়াক্কাদাহ।
২ ফরজ।

জোহর
৪ সুন্নাহ মুয়াক্কাদাহ।
৪ ফরজ।
২ সুন্নাহ মুয়াক্কাদাহ।

আসর
৪ সু্ন্নাহ যায়েদাহ
৪ ফরজ

মাগরিব
৩ ফরজ
২ সু্ন্নাহ মুয়াক্কাদাহ

এশা
৪ সু্ন্নাহ যায়েদাহ
৪ ফরজ
২ সু্ন্নাহ মুয়াক্কাদাহ।
৩ ওয়াজিব।

এছাড়া :
ঈদের নামাজ ওয়াজিব।
তাহাজ্জুদ নফল।
তারাবি সুন্নতে মুয়াক্কাদাহ।
দুখুলুল মসজিদ মুস্তাহাব।

    Comments:
  • বেহেস্তি জেওর দেখেন। আপনি এটা জানেন আমি ওটা জানি এদিয়ে কোনো কথার সমাধান হবে না। তাই এগুলো বলা সময় নষ্ট।

23-Dec-2020 3:07 pm

Published
23-Dec-2020