#দ্বিন : ব্যসিকগুলো
হানাফিতে হারাম-হালাল অনেক ভাগে বিভক্ত।
হারাম
মাকরুহ তাহরিমি
মাকরুহ তানজিহি
মোবাহ
মুস্তাহাব
সুন্নতে যায়েদা
সুন্নতে মুয়াক্কাদা
ওয়াজিব
ফরজ
এই বিভক্তিগুলো হানাফি ছাড়া সালাফিদের মাঝে নেই। এখানে যেগুলো বুঝতে সমস্যা হতে পারে সেগুলো কেবল নিচে ব্যখ্যা করছি।
ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। না করলে বড় গুনাহ। যেমন বিতরের তিন রাকাত নামাজ।
সুন্নতে মুয়াক্কাদা হলো যে কাজগুলো না করলে গুনাহ।
সুন্নতে যায়েদা হলো যা করলে সোয়াব না করলে গুনাহ নেই।
যেমন জোহরের সুন্নত নামাজগুলো মুয়াক্কাদাহ। আসরের আগের ৪ রাকাত সুন্নাহ যায়েদাহ। যায়েদাহকে অনেকে গাইরে-মুয়াক্কাদাহ বলে।
মুস্তাহাব হলো সুন্নতে যায়েদাহর থেকে কম জরুরি। যেমন নফল নামাজ। করলে সোয়াব, না করলে গুনাহ নেই। রাসুলুল্লাহ ﷺ করতেন না।
মোবাহ মানে বাজার করা, স্কুলে যাওয়া যাতে সোয়াব গুনাহ কোনোটা নেই। সাধারন কাজ কর্ম।
মাকরুহ দুই রকম তাহরিমি আর তানজিহি। তাহরিমি করলে সগিরা গুনাহ। মানে ছোট গুনাহ। তানজিহি কাজগুলো না করলে সোয়াব, করলে গুনাহ নেই।
যেমন সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দেয়া মাকরুহ তাহরিমি।