Life Pro Tip : নিজের দুঃখ বিপদ কষ্ট বা ক্ষতির কথা মানুষকে না জানানো।
এতে শত্রুরা আনন্দিত হয়। বন্ধুরা কষ্ট পায়। আপনার সামনে মুখে যে যাই বলুক। তাই এগুলো চেপে যান।
"ভাই দোয়া কইরেন, হাসপাতালে ভর্তি হচ্ছি" বা "মাকে হাসপাতালে ভর্তি করাচ্ছি" বা "বাড়ি করতে গিয়ে যেই লস খাইছি"।
সে যদি আমাকে এই কাজে সাহায্য না করতে পারে তবে তাকে এই ব্যক্তিগত ব্যপারগুলো জানিয়ে লাভ নেই। আর যদি করতেও পারে তবে এটা উত্তম যে আমি মানুষকে নিজের বিপদের কথা জানাবো না তার থেকে সম্ভাব্য সাহায্যের আশায়।