Post# 1608456866

20-Dec-2020 3:34 pm


হাসান বসরির সময় মানুষ কর্ম থেকে বিরত হয়ে প্রচুর ইবাদতে লাগা আরম্ভ করেছিলো। যাকে আমরা বলি সুফি ধারা।

উনি একদিন নিকটের সবাইকে বললেন : তোমরা কি মনে করো আবু বকর রাঃ তোমাদের থেকে বেশি নামাজ পড়তো? বেশি জাকাত দিতো? বেশি রোজা রাখতো? যেটা উনাকে অনেক উপরে নিয়ে গিয়েছে সেটা ছিলো উনার অন্তরে।

সুন্নাহ পরিমানের থেকে বেশি ইবাদত পার্মানেন্টলি করার দরকার নেই। এবং রাসুলুল্লাহ ﷺ এর নামাজ দেখলে বুঝা যায় সারা দিনে উনি ৫০ রাকাত পড়তেন।

// YQ এর খুতবা।

20-Dec-2020 3:34 pm

Published
20-Dec-2020