দ্বিন তার গোড়ায় ফিরে আসে। মানুষের ধারনা "৮০র দিকে হানাফি দেওবন্দি শিক্ষা ছিলো ডমিনেন্ট শিক্ষা এই উপমহাদেশে।" যেটা আমি শিখেছি। তাই মনে করছি এটাই গোড়া। ঠিক।
কিন্তু ৮০ দিকে দেওবন্দিরা এই দেশে ডমিনেন্ট ছিলো না। ছিলো বেরলভিরা। দেওবন্দিরা ছিলো মাইনরিটি। আমার অপশন ছিলো বেরলভি হতে পারতাম বা দেওবন্দি। মূলধারা বা মাইনরিটি। মাইনরিটিটি পছন্দ করেছিলাম কারন এটাই মনে হতো সঠিক। ৪০ বছর পরে এটাই এখন মূলধারা। দেখলে মনে হয় আমি মেজরিটির সাথে থাকতে পছন্দ করি তাই এই দিকের ডিফল্ট শিক্ষায় সবসময়। বাস্তবতা উল্টো।
তাই এখানে anchoring bias আছে বলে মনে হয় না। একটা চয়েস আমাদের করতে হয়েছে ছোট বেলায় দুটো অপশনের মাঝে।
প্রসংগে আসি। দ্বিন তার গোড়ায় ফিরে আসে। আসি আকিদায়।
cont part 3.