Post# 1607948928

14-Dec-2020 6:28 pm


[ পোষ্টটা সবার জন্য না। অল্প কারো জন্য। বেশির ভাগের জন্য উল্টো উপদেশ প্রযোজ্য ]

প্রোগ্রামিং শিখলে :

- খুব কম পারে।

যারা পারে না তারা ট্রেনিং নিলেও পারে না। তাই আপনি পারলে ময়দানে কম্পিটিশন কম পাবেন। সবাই পারে না বলতে এত কম পারে যে সিএসই পাশ করে অনেকে বেসিক প্রোগ্রাম লিখতে পারে না। এদের সংখ্যা একটা গড়পড়তা ভার্সিটি থেকে প্রতি বছর যতজন পাশ করে তার ৮০%। এরা আপনার কম্পিটিটর না।

- কিন্তু শেখার ইচ্ছা আছে সবার।

তাই বহু লোক শিখতে চায়। এত মানুষ শিখছে দেখে ঘাবড়াবার কিছু নেই। এদের খুব কমই পারবে এবং আপনার কম্পিটিটর হবে। এবং প্রোগ্রামারের চাহিদা, এর যোগ্য লোকের থেকে বেশি, সব সময়।

- কোডিং পারবেন না বুঝলেন। কিন্তু যদি ইংরেজি পারেন।

তবে নেট এডমিন হবার চেষ্টা করে দেখতে পারে। এর প্রথম শর্ত "বুঝ" থাকতে হবে। দ্বিতিয় ইংরেজি জানা থাকতে হবে। ইংরেজি খুব ভালো পারলে বুঝা যায় আপনার নতুন কিছু শেখার মতো "বোধ" আছে। নেট এডিমিনের সমস্ত রিসোর্স ইংরেজিতে, তাই ইংরেজি যারা পারে না তারা আপনার কম্পিটিটর না।

এর একটু খারাপ দিক হলো অফিসে চাকরি খুজতে হবে। ফ্রি লেন্সিংয়ের জন্য না।

    Comments:
  • কোনো প্রশ্নেরই নির্দিষ্ট কোনো সঠিক উত্তর নেই। একেকজনের জন্য একেক রকম উত্তর। উত্তর ঠিক রাখা মুশকিল বিশেষত আমি যদি আপনাকে না চিনি তবে উল্টো উপদেশ দেয়ার আশংকা আছে।

    তাই জেনেরিক কথা বলি কাউকে উদ্যেশ্য না করে। কমেন্টে প্রশ্ন করলে ঠিক আপনার জন্য আমার নির্দিষ্ট কোনো উপদেশ নেই। ব্যপারটা আপনি বুঝেন বলে ধন্যবাদ।

14-Dec-2020 6:28 pm

Published
14-Dec-2020