Life pro tip : "কেন?" এর উত্তর দেবেন না :
মনে করেন কেউ আপনার কাছে কিছু চাইতে আসছে। কোনো অনুরোধ। বা দান চায়। বা হয়তো কিছু বিক্রি করবে আপনার কাছে। বা কিছু একটাতে জয়েন করতে বলছে।
আপনি প্রথম কিছু বর্ননা শুনে বুঝলেন "না" আপনি রাজি না। এখন না বলে দিয়ে "কেন না" সেটা কখনো ব্যখ্যা করবেন না। প্রফেশনলারদের কাছে সবগুলো "না" এর একটা উত্তর আছে যেহেতু তারা সারাদিন এই কাজ করে। উপরন্তু কেউ "না" বলার পরে কি করে "হ্যা" করতে হয় তার উপর তাদের ট্রেইনিং দেয়া হয়।
এর প্রথম ধাপ তাদের হলো আপনার থেকে "কেন?" এর একটা উত্তর বের করা। "কেন না?" কিছু জবাব দিলেন তো ধরা খেয়ে যাবেন।
তাই "না" বলেন। এর পর চুপ করে যান। কারন দেখাবেন না। নিজের মতকে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। নিজের মতকে ডিফেন্ড করা মানে নিজের মতের ব্যপারে নিজের মাঝে দুর্বলতা আছে। মানে, "আমি ঠিক শিউর না।"