| "আমার বাপ নেই। ছেড়ে চলে গিয়েছে। মা অসুস্থ থাকে। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। সব সময় ডিপ্রেসড। যাই চেষ্টা করি কিছু সফল হই না। মনে হয় আল্লাহ তায়ালার কাছে আমার গুরুত্ব নেই।"
এটা আনকমন না। ইয়ং বয়সে সবাই এর মাঝে দিয়ে যায়। দেখবেন সোনার চামচ মুখে নিয়ে যে সন্তানরা জন্মায় তারা জীবনে কিছু করতে পারে না। ড্রাগ, পার্টি আর ক্রাইমে শেষ হয়ে যায়।
জীবনে যত জন প্রতিষ্ঠিত হয়েছে সবাই আপনার মতো অবস্থায় থেকে এরকম কষ্ট থেকে উঠে এসেছে।
তাই সময় বদলাবে ইনশাল্লাহ। এই দুঃখের সময় আপনি কতটুকু অন্তরে সন্তুষ্টি, মুখে হাসি আর কথায় প্রসংশা নিয়ে থাকতে পারেন, আর বিফল হলেও বা দাম না পেলেও এর পরও পরিশ্রম করে যেতে পারেন সেটার দিকে খেয়াল রাখেন।