Post# 1607769054

12-Dec-2020 4:30 pm


পরিশ্রমি হওয়া :

জীবনের সাফল্যের মূল কথা হলো পরিশ্রমি হওয়া। "আল্লাহ তায়ালা যুবকের আলসতাকে অপছন্দ করেন।"

| "কিন্তু আমার চাকরি নেই। কেউ কাজ দিলে পরিশ্রম করতে পারতাম।"

ঠিক। কিন্তু এর জন্য বসে থেকেন না। পরিশ্রম করতে হবে। চাকরি থাকুক বা না থাকুক।

প্রথমে নিজের রুম পরিষ্কার করা আরম্ভ করেন। এতেই দেখবেন অনেক পরিশ্রম। জীবনের অনেক ময়লা জমে আছে যেহেতু।

এর পর পুরো ঘর। রেগুলার পরিষ্কার করে রাখুন।

এর পর রিপেয়ার আরম্ভ করুন। শেখা হবে। সুইচ ভাঙ্গা? ঐ দিকে সেই কাজ লাগবে?

এর পর বিস্তার করুন পাশের প্রতিবেশিদের কাজও করে দিন। একটা কিছুতে আপনি ইতিমধ্যে স্কিলড হয়ে গিয়েছেন, যেটা অন্যদেরও লাগে।

আস্তে আস্তে কাজ বাড়বে, কামাই করতে পারবেন।

এটা ছোট বয়স থেকে আরম্ভ করতে হবে। ৪০ হয়ে গেলে আর সময় নেই।

বেসিক জিনিস হলো পরিশ্রমি থাকা। চাকরি কাজ না থাকলে কাজ বের করে নেয়া। ক্লান্ত না হলে কখনো অলস বসে না থাকা।

12-Dec-2020 4:30 pm

Published
12-Dec-2020