| "কিন্তু আমার কোনো স্কিল নেই। কিছু পারি না যেগুলো মানুষ পারে।"
একজন ঘরের ঘৃহবধুকে ধরেন। সন্তান পালন করে আর মানুষের সাথে গল্প করে সময় কাটায়। কামাই করার মতো তার কি কোনো বিশেষ স্কিল আছে যেগুলোর জন্য অন্যরা তাকে পয়সা দেবে?
দুটো গল্প :
বাইরের দেশে। একজন মা। সন্তান কি করে পালন করতে হয় তার উপর ফেসবুকে-ইউটুবে কিছু লেকচার দেয়। বিখ্যাত হয়ে যায়। এখন সকল প্রথম সন্তানের মায়েরা তার কাছে কনসাল্টেন্সি নেয় "বাচ্চা কাদছে কি করবো?" "ঠান্ডা রাখবো নাকি কাপড় বেশি গরম হয়ে গিয়েছে?" "কি করবো?" "কি করবো?" হাজার প্রশ্ন।
সে ফোনে উপদেশ দেয়। পেইড সার্ভিস। কনফিউজ মায়েরা সেটা কিনে উপদেশ নেয়।
উপরেরটা স্পেশাল কেইস?
আরেকটা বলি : সবাই চায় বাচ্চার একটা আধুনিক নাম রাখতে। আরেক মেয়ে ওয়েব সাইট খুলেছে বাচ্চার নতুন নামের। এবং আপনার বাচ্চার জন্য তার বাছাই করা স্পেশাল নাম নিতে পারেন। সে পার্সোনেলি বাছাই করে দেবে। কিন্তু এটার জন্য টাকা দিতে হবে। এভাবে সে ১০ জন চাকরিজিবির সমান আয় করছে।
প্রসংগ ছিলো : আপনি বলছিলেন আপনার এমন কোনো স্কিল নেই যেটার জন্য মানুষ আপনাকে পে করবে।