| "আমার চাকরি নেই। প্লাস চাকরিতে সব দুই নম্বরি। এখন আর এই দুনিয়াদারি ভালো লাগে না। বরং আমি কেবল আল্লাহর ইবাদত করবো আর আল্লাহ তায়ালা গায়বি ভাবে আমাকে খাওয়াবেন, এবং উনি সেটা পারেন।"
প্রথমতঃ এর জন্য যে বিশাল পরিষ্কার অন্তর লাগে সেটা আপনার এখনো নেই।
দ্বিতীয়তঃ চাকরিজীবিরা চাকরির পেছনে সারা দিন যেতটুকু পরিশ্রম করে। ব্যবসায়িরা ব্যবসার পেছনে প্রতিদিন যত ঘন্টা পরিশ্রম করে। ঠিক তত পরিশ্রম আপনি ইবাদতকারি হয়ে ইবাদতের পেছনে দিতে পারবেন না। কিছু দিন পরে bored হয়ে যাবেন।
তৃতীয়তঃ ইবাদত করলেও আল্লাহ তায়ালা কষ্টে ফেলবেন। চাকরিজিবিদের থেকে সেটা কম না। তাই আপনার কষ্ট শেষে কমছে না। সেটার উপর আপনি ধর্য্য ধরে থাকতে পারবেন না।
তাই একটা ব্যলেন্স খুজেন। আপনার সামর্থ মতো।