প্রফেশন : রিপেয়ার্স মেন।
প্রচুর জিনিস আছে নষ্ট হয়ে অনেকের বাসায় পড়ে আছে। এগুলো রিপেয়ার করা। How To আছে নেটে। টুলস কিনে নিতে হবে। এসি জেনারেটর মটর থেকে লেপটপ মোবাইল ইলেকট্রনিক্স কিংবা রান্না বাবুর্চি।
সবাই চায় অফিসের চাকরি। এর পেছনে ঘুরে জিবন শেষ করে ৪০ বছর বয়সে দেখতে পারবেন যে আর কিছু শেখার সময় নেই।
অথবা ২০ বছর বয়স থেকেই একটা টেকনিক্যল স্কিল শিখে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন।
"শিখে মার্কেটে ঢুকবো কি করে?"
নিজে শিখে ইউটুবে অন্যান্যদের শিখান। তারা কাজ এনে দেবে।
"আমার সংসারই চলে না, এগুলো শিখার আগে পেট ভরতে হবে তো।"
পেট খালি রেখেই শিখতে হয়।
"আপনার কথা শুনে আমি শিখেছিলাম। এখন দেখি কাজ নেই। আমাকে কাজ দেন।"
আগে নিজের ভালো নিজে বুঝতে হবে। এর পর সেই বুঝের উপর উপদেশ গ্রহন করবেন বা বর্জন। শেষে আপনার জীবনের ভালো মন্দের দায় আপনার উপর যেহেতু।
উপদেশ দাতারা আপনার পাশে বেশি দিন থাকবে না।