Post# 1569171950

22-Sep-2019 11:05 pm


ছোট বেলায় আমি ছিলাম মোহামেডানের সাপোর্টার। তাই আবাহনি ওয়ালারা এখন দূরে থাকতে পারেন। ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলা হতো সারা বছর ১৬ টা দলের মাঝে। বাকি দলগুলোর কয়েকটা ছিলো আরামবাগ, ফকিরাপুল, ব্রাদার্স ইউনিয়ন। এর মাঝে ব্রাদার্সের সাপোর্টার ছিলো দুই একজন। বাকিগুলোর কোনো সাপোর্টার ছিলো না।

ভালো লাগলো জেনে যে সেই হারানো ক্লাবগুলো এখনো আছে। এবং গত কয়েক দিনে পত্রিকায় সেই আদি ক্লাবগুলোর নাম আসছে।

তবে তারা আর ফুটবল খেলে না। অন্য কিছু খেলে। :V

    Comments:
  • শেখ জামাল অনেক পরে এসেছে। সম্ভবতঃ ৯০ এর পরে। কিন্তু ক্রেজটা ছিলো ৮০ এর দশক পর্যন্ত। ঐ সময় পর্যন্ত খেলার পরে সাপোর্টারদের মারামারি-রায়ট করা ছিলো ট্রেন্ড।

22-Sep-2019 11:05 pm

Published
22-Sep-2019