Post# 1568109382

10-Sep-2019 3:56 pm


শিয়াদের ব্যপারে আরো কিছু পয়েন্ট :

|| জিহাদ সিমিত

শিয়াদের ফিকাহ মতে আক্রমনাত্মক জিহাদ বলে কিছু নেই। রাসুলুল্লাহ ﷺ কখনো করেন নি। বরং এটা চালু করেছে ওমর রা: ইরাক বিজয়ের সময়। এবং শিয়ারা ওমর রা: কে শত্রু মনে করে। জিহাদ শুধুমাত্র রক্ষনাত্মক।

এখান থেকে শিক্ষনিয় হলো একারনে ইরান গায়ে পড়ে আক্রমন সাধারনতঃ করবে না। প্রথমে আক্রান্ত হতে হবে। এর পর তারা হিংস্র হয়ে যাবে। ইরাক-ইরান যুদ্ধের সময় যেরকম দেখেছি।

|| তকদিরে বিশ্বাস নেই

তকদির মানে আল্লাহ তায়ালা আগেই সব কিছু লিখে রেখেছেন কি হবে সেই মতো সব কিছু হচ্ছে। অথবা ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে আসে। শিয়াদের মতে এটা কমপ্লেক্স এজন্য এটা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে শুধু মানুষের কর্মের উপর তার ফলাফল নির্ভরশিল।

শুধু এই বিশ্বাসের জন্য সুন্নিরা তাদেরকে ইসলামের গন্ডির বাইরে ধরতে পারে। যেহেতু আকিদার সবচেয়ে ছোট লিমিটের মাঝেও এই বিষয়টা থাকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ... যারা পড়েন।

এতে শিক্ষনিয় হলো হাদিসে শেষ যুগে তকদিরে অবিশ্বাসিদের ব্যপারে যা কিছু বলা আছে, সেগুলো শিয়াদের ব্যপারে ধরা যেতে পারে।

10-Sep-2019 3:56 pm

Published
10-Sep-2019