কমন কিছু প্রশ্ন :
"হাটা বা দৌড়ানোর হিসাব কি করে করেন?"
এনড্রইড মোবাইল ফোনে। fitness tracker, step counter, run counter, walk counter এই সব শব্দ দিয়ে সার্চ দিন -- হাজার হাজার এপ পাবেন। এর মাঝে যে কোনোটা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
আপনার মোবাইলে জিপিএস থাকতে হবে। রান বা ওয়াক স্টার্ট দিয়ে হাটবেন বা দৌড়াবেন, প্রোগ্রেস দেখাবে। শেষে স্টপ দিলে হিসাব-প্রোগ্রেস-স্টেটিসটিকস দেখাবে। ফেসবুকে শেয়ার করার অপশনও পাবেন।
"অনেক এপের মাঝে কোনটা আপনি ব্যবহার করেন? আমি কোনটা করবো?"
যেটায় কোনো এড নেই এবং ইন-এপ পারচেস নেই। ডাউনলোড করার আগেই এপ স্টোর দেখায় কোন এপে এড-পারচেস আছে। সেগুলো বাদ দিয়ে যাবেন। Google এর নিজস্ব একটা আছে "Fit" নামে। সেটা দিয়ে ট্রাই করতে পারেন।
- Comments:
- Mi Band 4 and corresponding android app "Mi Fit"