কে দায়ি :
আমাকে কেউ ব্লেক মেজিক করলো, আমি আত্মহত্যা করলাম -- আমি কি জাহান্নামি হবো নাকি হবো না?
ধরি কেউ ব্লেক মেজিক করে নি। আমি সুস্থ সবল হাসি খুশি স্বাভাবিক। হটাৎ শয়তানের প্ররোচনায় আত্মহত্যা করলাম। জাহান্নামি? এখানে শয়তান দোষি।
উল্টো দিক থেকে সিমানা বাড়াই :
ঘুমের ঘোরে আমি হাটি। স্লিপ ওয়াকিং। এই অবস্থায় বাসার ছাদে হেটে বরডার থেকে লাফ দিলাম। জাহান্নামি?
কেউ পাগল হয়ে গেলো। এর পর আত্মহত্যা করলো? সে? জাহান্নামি?
আচ্ছা :
কেউ যদি বলে উপরের কেইসগুলোর মাঝে কে জাহান্নামি কে জান্নাতি আমরা জানি না। আল্লাহ তায়ালা যে কাউকে মাফ করে দিতে পারেন। তবে কি সে মুরজিয়া?
জানা নেই।
- Comments:
- পাগল আর ঘুমন্ত ব্যক্তির উপর থেকে কলম তুলে নেয়া হয়েছে।