Post# 1551280107

27-Feb-2019 9:08 pm


FAQ : "আমরা একটা প্রোজেক্ট হাতে নিয়েছি, আপনি যদি ..."

সম্ভব না বা ইন্টারেষ্টেড নই।

প্রথমতঃ সময় নেই। সবসময় ব্যস্ত থাকি।

দ্বিতীয়তঃ ফোনে কথা বলার সময়ও নেই। ফোন কল আমার সপ্তাহে আসে হয়তো ১টা। এর বেশি কথা বলার উৎসাহ পাই না।

তৃতীয়তঃ প্রায় সকল প্রোজেক্টের পেছনে কিছু ফিনেনসিয়াল-পলিটিক্যল-সোশিয়াল ইশু থাকে যেগুলোর লায়াবিলিটি নিতে হবে আমি ফ্রি কাজ করে দিলেও। সেটা নেয়ার আগ্রহ নেই।

"আমাদের এখানে এরকম কিছু নেই।"
আছে, এখনো আপনি জানেন না।

"সত্যি নেই। দেখেন..."
যা বলেছিলাম ...

    Comments:
  • ভাবতে সময় লাগে না। ইনসটেন্ট। রেফারেন্স খুজতে সময় লাগে। তাই রেফারেন্স সাধারনতঃ দেই না। টাইপ করি লেপটপে ১০ আংগুলে টাচ-টাইপ কি বোর্ডের দিকে না তাকিয়ে স্পিডে। তাই টাইপেও সময় লাগে না।

    আর ফেসবুকিং করি যখন কাজ করতে কারতে কাহিল হয়ে যাই তখন একটা ব্রেক নিতে। বিশ্রামের মতো :-)

  • ^ চেক করেছি। ইনবক্সে শুধু "আস-সালামু আলাইকুম" ছাড়া আর কিছু দেখছি না।

27-Feb-2019 9:08 pm

Published
27-Feb-2019