বিদেশে, যে সব দেশে মুসলিম প্রায় নেই, আজান হয় না, নামাজ পড়ে না, মসজিদ নেই -- সেখানে গিয়ে রাতে থাকলে জ্বিনের উপদ্রবে পড়তে পারেন। সে ক্ষেত্রে "rukaiya" ছেড়ে রাখলে উপকার পাবেন।
রুকাইয়া হলো কোরআন শরিফের ঐ সকল আয়াতের তিলওয়াত যেগুলো জ্বিনদের ক্ষতি করে, তাই তারা দ্রুত সরে যায়।
বর্তমান ডিজিটাল যুগে ঐ আয়াত আপনার মুখস্ত থাকার দরকার নেই। পড়ারও দরকার নেই। ইউটুব থেকে প্লে দিয়ে রাখবেন স্বশব্দে তাহলেই হবে।
আমি এটা কখনো করি নি। কিন্তু যারা করেছে তারা রিপোর্ট করেছে কাজ হয়।
"কোথায় পাবো?"
rukaiya দিয়ে সার্চ দিন ইউটুবে। বহু পাবেন। এখানে প্রথমটার লিংক। আরো আছে।
https://www.youtube.com/watch?v=FttOMhNYtag
- Comments:
- FAQ : "কখন দিতে হবে?"
উত্তর : রিজেনেবেল সময়ে।"কতক্ষন দিতে হবে?"
রিজেনেবেল সময় ধরে।"পুরোটা দিতে হবে?"
রিজেনেবেল অংশ দিলে হবে।"এটা দিলেই হবে?"
যদি রিজেনেবেল হয় তবে। - যেমন?