Post# 1551002979

24-Feb-2019 4:09 pm


চিন্তা করছিলাম ইজতেমা থেকে খুরুজ হওয়া এতাতিদের জামাতগুলো কোন মসজিদে উঠবে?

এর আগে জেলা ইজতেমার জামাত নিজ জেলাতেই ঘুরতো। তাই তাদের সমস্যা হতো না। কাকরাইল থেকে খুরজ প্রায় ছিলো না, কারন চিল্লার জামাতও বের হতো জেলা মারকাজ থেকে।

কিন্তু ইজতেমা ভিন্ন। জামাত অন্য জেলায় পাঠানো হবে। এবং এরা প্রায় সর্বত্র বাধার সম্মুখিন হবে। বেদায়েতিদের বাধা ভিন্ন ছিলো। আর এখনকার বাধা সম্পুর্ন অন্য রকম।

এবং প্রায় সর্বত্র তারা বাধা প্রাপ্ত হচ্ছে। জামাত ফিরে আসছে জেলার কোনো মসজিদে ঢুকতে না পেরে।

পরিনতিতে ঘৃনা বাড়বে। বাড়বে বিভাজন। শিয়া সুন্নি এক সময় এক ফেরকা ছিলো। ঘৃনা দুটোকে আলাদা করে ফেলেছে। এবং প্রচন্ড ঘৃনা এখন শিয়া সাইডে।

খুব দ্রুত, যেমন সামনের ২ বছরের মাঝে যদি এই সমস্যা সমাধান না হয় তবে আলাদা আরেকটা ফেরকা হবে। মুখ কালো, হিন্যমনতায় ভুগবে, নিজেদের মাঝে একে অন্যকে সাপোর্ট করে কমুনিটি তৈরি করবে, সমাজ থেকে আলাদা হয়ে যাবে।

সবগুলো খারাপ লক্ষন এতাতিদের জন্য। আনলেস রেডিক্যল কোনো ঘটনা না ঘটে যে এই বিভাজনটা মানুষ ভুলে যায়। অথবা অন্য কোনো ভাবে পাল্লা ঘুরে যায়।

এতাতিদের জন্য খারাপ লাগছে। কেন এই শাস্তি-পরিক্ষা জানা নেই। তবে ১লা ডিসেম্বর তাদের কাজ ছিলো নিকৃষ্ট। এ জন্য এই মুহুর্তে বেশি সিমপেথি আসছে না।

Time should say. Lets keep watching.

24-Feb-2019 4:09 pm

Published
24-Feb-2019