Post# 1550995183

24-Feb-2019 1:59 pm


(collected)

হাফেয ইবনে হাজার আসকালানী রাহি. (৮৫২ হি:) বর্ণনা করেছেন, বিখ্যাত মুহাদ্দিস কাযী ফকীহ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আযযাবিদী (৭১০-৭৯১) যিনি ফিকহে শাফেয়ীর আততাফকীহ ফী শরহিত তাম্বীহ এর ২৪ খন্ড বিশিষ্ট ব্যাখ্যাগ্রন্থ রচনা করেছেন।

জামাল মিসরী মুহাম্মাদ ইবনে আবু বকর বলেন, আমি
 মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আযযাবিদীর মৃত্যুর সময় দেখেছি তার জিহ্বা কালো হয়ে থুতনী পর্যন্ত বের হয়ে গিয়েছিল।

উপস্থিত সবাই ধারণা করেছেন তিনি জীবদ্দশায় ইমাম মুহিউদ্দীন নববী (রাহি.) এর অধিক সমালোচনা করতেন বলে আজ তার এ অবস্থা।

-আদ্দুরারুল কামেনা; ৪/১০৬

24-Feb-2019 1:59 pm

Published
24-Feb-2019