বিছানার ছাড় পোকার জন্য এলুমিনিয়াম ফসফাইড এর ট্যবলেট জনপ্রিয় এই দেশে। এটা মারাত্মক রকম বিষাক্ত। ০.২ গ্রাম মানুষের শরিরে গেলে সে মারা যেতে পারে।
ভারতে হোটেলগুলোতে এটা দিয়ে রাখে বিছানার ছাড়পোকা তাড়াতে। এবং হোটেলে বিছানায় সকালে দেখা যায় অতিথি মরে পড়ে আছে। প্রায় হাজার মৃত্যুর কারন এই ট্যবলেট।
দেশে এটা সস্তায় বিক্রি করে সব ইদুর-ছাড়পোকা-তেলেপোকার বিক্রেতারা। অনেকে ব্যবহার করে। এ ব্যপারে হুশিয়ার হওয়া প্রয়োজন।
Wiki লিংক কমেন্টে।