Post# 1550856990

22-Feb-2019 11:36 pm


ফিতনা :

কয়েক রকম আছে। একটার সাথে অন্যটার কোনো মিল নেই। সবগুলোর হুকুম আলাদা।

১। মানুষের মাল আওলাদ এগুলোকে ফিতনা বলা হয়েছে। "ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকিম ফিতনা..." এক রকম।

২। রাজ্যের ভেতর রাজা বসে আছেন। উনাকে বাদ দিয়ে যদি দুই গোত্রের মাঝে যুদ্ধ আরম্ভ হয় তবে এটা ফিতনা।

৩। স্বয়ং রাজার বিরুদ্ধে যদি বিদ্রোহ দেখা দেয়, তবে এটা অন্য রকম ফিতনা। অন্য হুকুম। উপরের ২ নং এর মতো না।

৪। কাফেররা যদি রাজ্য আক্রমন করে তছনছ করে ফেলে তবে এটাকেও ফিতনা বলা হয়েছে। যেমন তাতারিদের ফিতনা। এখানে কোন পক্ষ হক সেই প্রশ্ন নেই। মুসলিমরা বিপদে আছে, সেটা ফিতনা।

৫। মুসলিমদের দুই রাজার মাঝে যদি যুদ্ধ দেখা দেয় তবে ফিতনা। এক্ষেত্রে দুই পক্ষই ঠিক হতে পারে। সাইডে সরে দাড়ানো ভালো।

৬। আলেমদের মাঝে কোনো ব্যপারে প্রচন্ড দ্বিমত দেখা দিলো। এটাকেও ফিতনা বলা হয়। কোনটা ঠিক সেটা নিয়ে মানুষ কনফিউশনে পড়ে যেতে পারে।

ফিতনা অনেক রকম হতে পারে। প্রতিটার ব্যপারে হুকুম ভিন্ন ভিন্ন।

    Comments:
  • ^ আমার কনফিউশন শেষ।

22-Feb-2019 11:36 pm

Published
22-Feb-2019