পুরান ঢাকার আগুনে মসজিদ পুড়ে নি। কিন্তু এর ডান-বাম-সামনে-পেছনের পুরো ব্লক পুড়ে গিয়েছে। অথচ আগুন আরম্ভ হয়েছিলো মসজিদের সামনে থেকে।
আগুন দেখে মানুষ বাসা-দোকানের দরজা বন্ধ করে তালা লাগিযে দিয়েছিলো যেন আগুন না ঢুকতে পারে। শেষে ভেতরে আগুন চলে আসার পরে সেই লক খুলতে পারে নি। বদ্ধ অবস্থায় মারা গিয়েছে।
মসজিদে যারা আশ্রয় নিয়েছিলো তারা কেউ মারা যায় নি।
চীনের কথা মনে পড়ে। ভুমিকম্পে স্কুলের সবাই ডেস্কের নিচে লুকিয়েছিলো। সবাই ডেস্কের চাপে মারা গিয়েছে। পরবরতিতে উদ্ধারকর্মিরা বলছিলো এরা যদি ডেস্কের নিচে না লুকাতো তবে এত মানুষ মারা যেতো না।
৯১ এর টর্নেডোর সময় একই কথা শুনেছিলাম। যারা উপকুল আর দ্বিপ এলাকায় মসজিদে আশ্রয় নিয়েছিলো তারা কেউ মারা যায় নি। বাকিরা জলোচ্ছাসে ভেসে গিয়েছিলো।