এতাতিদের জন্য কষ্ট লাগছে। কারন নিকটজনদের মাঝে অনেকে এই গ্রুপে। সামনে তাদের জন্য কঠিন সময়।
১
যারা তাদের সাথে ডিল করবে। এটা বুঝতে হবে তারা ব্যক্তিগত ভাবে খারাপ না। হয়তো তাদের নেতৃত্বের মাঝে দোষ আছে। যার কষ্টের বোঝা তাদের বহন করতে হচ্ছে। কিন্তু তাদের নেতৃত্বের দোষগুলো তাদের মাঝে এখনো আসেনি।
এখনো না।
২
প্রতিকুল পরিবেশ তাদের আরো কঠোর করে তুলবে। খিট খিটে। "এ খারাপ" "ও খারাপ" এভাবে চারিদিকে সবাইকে আস্তে আস্তে খারাপ চোখে দেখা আরম্ভ করবে। যারাই তাদের বিরোধিতা করবে। এভাবে তারা বাকি মুসলিমদের শত্রু হিসাবে দেখা আরম্ভ করবে।
৩
৯০ এর দিকেও তবলিগে মুখালেফাত ছিলো। কিন্তু এরা সবাই ছিলো মাজারি। যাদের নাহক হওয়াটা ছিলো স্পষ্ট। তাদের জুলুম সহ্য করা ছিলো আল্লাহর জন্য। আল্লাহর থেকে পুরষ্কার। আমরা "বাতেল" দূর করছি।
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বিরোধিতা আসছে কওমি উলামাদের থেকে। যাদের বিরোধিতা করে "বাতেল" দূর করছি এই বিশ্বাসের উপর চলা যাবে না।