Post# 1550773357

22-Feb-2019 12:22 am


"প্রতি শতাব্দির প্রথমে একজন মুজাদ্দিদ আসবেন যিনি দ্বিনকে নতুন করবেন"

হাদিসটা সহি। সালাফি আলেমদের মতে।

https://islamqa.info/ar/answers/153535/

তাই যদি দ্বিনে কিছু revert [ আগের অবস্থায় নিয়ে যাওয়া] এর প্রয়োজন হয় তবে উনি সর্বোচ্চ ১০০ বছর আগের অবস্থায় নিয়ে যাবেন।

যেমন, "১০০ বছর ধরে আমরা এই জিনিসটা ভুল করে আসছি। সঠিক হলো এটা।"

কারন উনার আগের মুজাদ্দিদগন এর আগের গুলো সংশোধন করে গিয়েছেন।

তাই কেউ যদি বলে "আমি দ্বিনকে ১৪০০ বছর আগের মূল দ্বিনের উপর নিয়ে যাচ্ছি। মুসলিমরা গত ১৩০০ শ বছর ধরে ভুলের উপর আছে।" তবে উনি এই ডেফিনিশনে মুজাদ্দিদ না। একটা ক্ষুদ্র দল। স্পেশাল আইডলজি প্রচার করছেন। এবং যুগে যুগে এধরনের আরো লক্ষ চিন্তাবিদদের মাঝে উনি আরো একজন।

আমি এভাবে দেখি।

দ্বিনের প্রচলিত ধারার কয়েকশ বছরের সমস্ত আলেমদের আস্বিকার করে, skip jump করে নতুন কিছু এনে বলার সুযোগ নেই "এটাই আদি এবং আসল।"

22-Feb-2019 12:22 am

Published
22-Feb-2019