Post# 1550753704

21-Feb-2019 6:55 pm


"মূলধারা"

আধিকাংশ মুসলিমদের পথ। আধিকাংশ মানে সংখ্যায় অধিকাংশ। যেটাকে আরবিতে বলে জামাত।

সন্দেহের ক্ষেত্রে মূলধারার সাথে থাকতে হয়। উল্টো বুঝলেও পসিবিলিটি এটাই সবচেয়ে বেশি যে আপনি ভুল, মূলধারা ঠিক।

আমি কোরআন আর হাদিসের নতুন একটা ব্যখ্যা আনতে পারি।
এর পর বলতে পারি "এটাই আদি ব্যখ্যা। দেখেন এই এই কিতাবে এই ব্যপারে এই বলা আছে। অমুক অমুক আলেমের উক্তি-ব্যখ্যাও এই।"

এর পর আপনাকে বুঝাবো "অধিকাংশ যে পথে যাচ্ছে সেটা ঠিক না। বরং আমাদের মানতে হবে কোরআন আর সুন্নাহ। অধিকাংশ ভুলের উপর আছে। আমরা ক্ষুদ্র গোষ্ঠি শুধু হককে খুজে পেয়েছি।"

আমার ইলম আর বুদ্ধি যদি আপনার থেকে বেশি হয় তবে আপনি আমার সাথে পারবেন না। আপনার প্রতিটা যুক্তির বিপরিতে পাল্টা যুক্তি আমি হাজির করতে পারবো।

যেটা আমি করতে পারবো না সেটা হলো অধিকাংশকে নিজের পথের উপর নিয়ে আসতে।

    Comments:
  • ^ কিন্তু আপনার মাঝে সব সময় একটা সন্দেহ রয়ে যাবে এটা ঠিক করছেন কিনা। জায়গায় জায়গায় এর ভেলিডেশন খুজবেন। এবং ২০ বছর পরে আপনার অবস্থান আবার বদলাতে পারে।

21-Feb-2019 6:55 pm

Published
21-Feb-2019