Post# 1550678005

20-Feb-2019 9:53 pm


আমি দেখছি :


একটা দল। যারা রাষ্ট্রকে দ্বিনের মূল অংশ হিসাবে বিশ্বাস করতো। দ্বিনের ৯০% রাষ্ট্র পরিচালনা। বাকি ১০% এর সহায়ক।

তাদেরকে আল্লাহ তায়ালা এখন সম্পূর্ন রাজনিতিতে নিযুক্ত করে দিচ্ছেন। বাকি দ্বিন যেখানে সেকেন্ডারি। কারন "মূলটা হলে সহায়কগুলো পরে হবে।"


আরেকটা দল। যারা দাওয়াহকে দ্বিনের মূল অংশ হিসাবে দেখতো। বাকিগুলোকে সহায়ক।

তারাও দাওয়াহ নিয়ে এমন ভাবে এক পাশে চলে যাচ্ছে যে বাকি সব কিছুর গুরুত্ব এখানে গৌন। কারন "মূলটা হলে সহায়কগুলো নিজে নিজে আসবে।"


শেষ যুগ। যার গতি যে দিকে তাকে আল্লাহ তায়ালা তার ঘাটের দিকে ঠেলে দিচ্ছেন।

আমার গন্তব্য কোন দিকে, আর শেষ কোন ঘাটে - জানা নেই।

#পথহারা

20-Feb-2019 9:53 pm

Published
20-Feb-2019