Post# 1550588444

19-Feb-2019 9:00 pm


জামাত সামনে যা করতে যাচ্ছে বলে আমি বুঝতে পারছি :

বর্তমান দল ভেঙ্গে দেবে।
নতুন নামে নতুন দল হবে।
নতুন দল "ইসলামি দল" হবে না।
দল থেকে ইসলামি কোনো শিক্ষা দেয়া হবে না।
দলের নামের মাঝে "ইসলাম" শব্দটা থাকবে না।

বরং নতুন দলটা হবে ধর্ম নিরপেক্ষ।
এটা হবে শুধু মাত্র রাজনৈতিক দল।
কেবল মাত্র রাজনিতি করবে।
আওয়ামি-বিএনপির মতো অনেকটা।

চেতনার পক্ষে থাকবে।
সব ধর্মের দিবসই উদজাপন করবে।
রাষ্ট্রিয় দিবসগুলো উদজাপন করবে।

কিন্তু দলটা হবে ইসলাম ঘেষা।

অর্থাৎ :
মাওলানা মওদুদির শিক্ষা হাইলাইট করা হবে না।
ইখওয়ানের সাথে লিংক দেখানো হবে না।
ফোকাস থাকবে সমাজ সেবা, সৎ রাজনিতি এসবের দিকে।
দল সেকুলার মূল্যবোধের উপর চলবে ৮০%।

তবে দলের সদস্যরা ব্যক্তি জীবনে হবে ধর্মপ্রান।

আমি যতটুকু বুঝেছি।

19-Feb-2019 9:00 pm

Published
19-Feb-2019