এতাতি : এর পর কি?
এই ইজতেমার পরে তাদের কিছু চলে আসবে ওজাহাতিদের পক্ষে। ধরি থাকবে আগে যারা তবলিগ করতো তাদের ২০%। এরা নিজেদের অবস্থানে আরো কঠোর হয়ে যাবে।
এই কঠোরতা থেকে জন বিচ্ছিন্নতা। যে মসজিদগুলোতে তারা যেতে পারতো তার সংখ্যা দ্রুত কমতে থাকবে। তারা এটাকে দেখবে "আল্লাহর পরিক্ষা" হিসাবে। "ফিল্টার চলছে। যারা সরে যাচ্ছে তাদেরকে আল্লাহ তায়ালা বাদ করে দিচ্ছে।" সংখ্যা যত কমতে থাকবে রয়ে যাওয়া লোকেরা যেন তত পিউর। তার তত কোরবানী। আখিরাতে তার তত পুরষ্কার।
এবং "সাহায্য আসবেই" "আমাদের ধর্য্য ধরতে হবে।" -- এভাবে বছরের পর বছর অপেক্ষায়। আর "হকের উপর যদি একজন থাকে তবে সেই জমহুর।"
এই পথটা আমি দেখে এসেছি বহুবার। বহু দলের ক্ষেত্রে।
আশংকা আমার খুব কাছের কিছু মানুষ এই ফাদে পড়ে ঘুরতে থাকবে বছরের পর বছর।
একটা বিশ্বাসের উপর।