Post# 1550509580

18-Feb-2019 11:06 pm


দেশে "৯০% আমাদের পক্ষে" এর প্রচারের পরে যদি বাস্তবে দেখি "২৫%", তবে বাইরের দেশগুলোতে আসলে কি অবস্থা? সেখানেও কি অতিরঞ্জন? তাদের কথা কতটুকু বিশ্বাসযোগ্য? একটা ভেলিড প্রশ্ন।

ভারতে কি অবস্থা তার উপর একটা ভিডিও কমেন্টে। গতকালের রেকর্ড। সা'দ সাহেব টংগি ইজতেমায় না এসে ব্যংগালুর ইজতেমায় গিয়েছেন। সেখানকার অবস্থা।

"কিন্তু ভারতের ষ্টেশনে ষ্টেশনে যে সম্বর্ধনার ছবি? আমাদের দেশে ৫ দিনের জোড়ে যে বিশাল সমাগম হয়েছিলো?"

ধরেন, আমি ডাক দিলাম অমুক মসজিদের ইমাম উচ্ছেদ করা হবে কালকে জোহরে। তবে কালকে জোহরের সময় মসজিদের একতলা দোতলা সব ভরে যাবে। যদিও স্বাভাবিক ভাবে হয়তো ১ কাতার লোক হতো।

আর গন্ডোগোল শেষ হয়ে যাবার কয়েক দিন পর থেকে গন্ডোগোলের আগে নরমালি যত মানুষ হতো, তার থেকেও অনেক কম মানুষ থাকবে রেগুলার মুসুল্লি হিসাবে। কারন, "ঐ মসজিদে গন্ডোগোল আছে।" সাধারন মুসুল্লি নামাজের জন্য শান্তি চায়, গ্যঞ্জাম না।

গ্যঞ্জামের সময় মানুষ তামাশা দেখতে আসে। নামাজ পড়তে না।

আর মানুষ জিহাদের ডাকে যত উদ্বজিবিত হয়,
নামাজের ডাকে ঠিক তত না। এটা নিয়ম।

এগুলো মাথায় রাখতে হবে যে কোনো তথ্য বুঝার আগে।

18-Feb-2019 11:06 pm

Published
18-Feb-2019