শিক্ষা :
১
আল্লাহ তায়ালা কারো পরওয়া করেন না। আমি বহু কষ্ট করেছি দলের জন্য? বহু লোক কষ্ট করছে? বহু লোক বহু বছর ধরে বহু কোরবানী করেছে দলের জন্য?
এর জন্য এই কাজ নিশ্চই আল্লাহর কাছে কবুল হবে?
এর কোনোটাই আল্লাহ তায়ালা পরওয়া করেন না। এর পর সবই আল্লাহ তায়ালার কাছে অগ্রহনযোগ্য হয় উড়ে যেতে পারে।
২
একজন মাজার ব্যবসায়ি বিশাল করে ওরশ করে খাজা বাবার পুজা দিতে পারে। এর জন্য তার উপর কোনো গজব আসতে দেখবো না। কারন এটা মানুষ বুঝতে পারে নাহক।
কিন্তু যাকে আধিকাংশই হক মনে করে তাদের মাঝে বিচ্যুতি আসলে দ্রুতই আযাব আসবে। কারন "নিদর্শন" ছাড়া এখানে বুঝার উপায় নেই কারা হক।
আল্লাহ কাছে পথের দিশা চাওয়া।
৩
ইহুদিরা মুসা আঃ কাছে বার বার "আলামত" চাইতো। প্রমান। আল্লাহ প্রতিবার আলামত পাঠিয়ে শরিয়ত তাদের জন্য আরো কিছু কঠিন করে দিতেন। এটা নিয়ম। আমাদের ভার্সিটির স্যার বলতেন যদি চাও তবে বই খুলেও তোমরা পরিক্ষা দিতে পারো। কিন্তু তখন প্রশ্ন হবে অনেক কঠিন।
মুসলিমরা আলামত চাইতো খুবই কম। তারা শুনেই বিশ্বাস করতো। তাদের শরিয়ত সহজ।
তাই সরাসরি একটা "আলামত" চলে আসলে এটা ভয়ের সময় কারন এর পরের পরিক্ষা হবে কঠিন।
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন। আমাদের জন্য সহজ করুন।
- Comments:
- অনলাইনে দাম চেক করতে পারবেন। Ryan's computer এ দেখেন। ১০০০ থেকে ১২০০ টাকার যেগুলো আছে সেগুলোতে হবে।
- ^ "বাতিল" শব্দটা আমার পোষ্টে নেই। কোথাও উল্লেখ করি নি। এটা ইনটেনশেনাল।