Post# 1550367100

17-Feb-2019 7:31 am


বৃষ্টি হচ্ছে। ইজতেমা শেষ।
নির্ভর করে কতক্ষন ধরে বৃষ্টি হয় এর উপর।

Keep watching.

এত ডাইরেক্ট sign আসবে ধারনা করি নি।
এখনো ধারনা করছি না এটা কন্টিনিউ করবে।
হয়তো সব কেটে যাবে রোদ উঠবে, সব ঠিক মতো চলবে দুপুরের পর থেকে।

সময় খুব দ্রুত বদলাচ্ছে।

______
আপডেট : ১ ঘন্টা পর। বৃষ্টি আরো বেড়ে গিয়েছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে।

লাইভ সেটেলাইট ডাটাতে এ দিকে কোনো নিম্নচাপ দেখাচ্ছে না। মানে হটাৎ বৃষ্টি। আন প্রেডিকটেড।

এই অবস্থায় ময়দানে থাকলে আমার খবর হয়ে যেতো। ময়দানের কি অবস্থা সেটা জানা যাবে ঘন্টা খানেকের মাঝে ইনশাল্লাহ।

রিকভার করার উপায় আছে যদি সারা দিন বৃষ্টি না পড়ে। দুপুরে যদি মেঘও না থাকে এবং প্রচন্ড রোদ পড়ে তবে। যদি আকাশ মেঘলা থাকে তবে এই অবস্থায় বৃষ্টি না হলেও সমস্যা বাড়তে থাকবে।

এখনো বৃষ্টি কমার লক্ষন নেই।

______
বৃষ্টি শেষ। ১ ঘন্টা বৃষ্টি ছিলো। এখন ক্ষয় ক্ষতি নিরুপন। আর পরবর্তি পদক্ষেপ দেখার সময়। ইজতেমা চলবে ধরে নিচ্ছি। আরো দুই দিন আছে।

Keep watching.

    Comments:
  • হ্যা।
  • এই চিঠিটা তিন বছর আগে পড়লে মনে হতো rant. চাকরি ছেড়ে চলে যাবার সময় এমপ্লয়িরা যে রকম কথা বলে সেরকম। কিন্তু তিন বছর পরে যখন দেখলাম সবগুলো কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, মনে হচ্ছে যেন গতকালের লিখা, তখন বুঝে আসে কথাগুলো কত গভির।

17-Feb-2019 7:31 am

Published
17-Feb-2019