জামাতের রিসেন্ট ভাঙ্গনের ব্যপারে ভাঙ্গন পন্থিরা কি চাচ্ছে সেটা পরিষ্কার হচ্ছিলো না। "বহির্বিশ্বের অন্যান্য মুসলিম দেশের বাস্তবতা পর্যবেক্ষন" বলতে কি বুঝাচ্ছে। কোন বাস্তবতা?
আজকে এখন ক্লিয়ার হলো। কমেন্টে দেয়া নিউজটা পড়ে। তারা চাচ্ছে তুরষ্কের এরদোগানের মতো শুধুমাত্র একটা "নন-রিলিজিয়াস পলিটিক্যল পার্টি" হয়ে যেতে। যারা ধর্মিয় না, প্রকাশ্যে সেকুলার, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের পক্ষে, আনঅফিসিয়ালি, আইন মেনে যতটুকু হওয়া যায় - তুরষ্কের মতো।
Good. Keep watching.