"মুরজিয়া"
"সব দল ভালো" এই আইডলজি নিয়ে চলতে থাকলে কি হতে পারে?
Worst case : "মুরজিয়া" হতে হবে। অমুক দল নিশ্চিৎ কাফের আপনি বিশ্বাস করছেন না? আপনি মুরজিয়া। কারন নিশ্চিৎ কুফরকে অস্বিকার করছেন।
Next : মুরজিয়া ট্যগ খাওয়াটা কতটুকু খারাপ?
এটা নিয়ে সার্চ করছিলাম কিছু দিন। এখন আর মানুষ কিতাব পড়ে না। শামিলাও পড়ে না। বসে গুগুল নিয়ে। আমিও সেটা করলাম।
প্রথম যেটা মাথায় আসলো : শুনেছিলাম ইমাম আবু হানিফাকে মুরজিয়া বলা হতো। আসলেই বলা হতো? ফেসবুকে কোনো আলেমের আর্টিক্যল পড়ছিলাম শক্ত ভাবে অস্বিকার করছেন বলা হতো না, মিথ্যা কথা।
সার্চ লাগালাম। জানলাম। "বলা হতো" সেটা শুধু না। বরং মাদখালিরা এখনো বলে। এবং তাদের মতে এই ব্যপারে উলামাদের মাঝে দ্বিমত নেই উনি মুরজিয়া ছিলেন।
Good.
আরো ডিপে যাবার সময়। কেন বলা হতো? কোন ডেভিনিশনে?