রাসুলুল্লাহ ﷺ এর আমলে যুদ্ধে একদম যে নিঃস্ব ছিলো সে অন্যদের থেকে নিয়ে যুদ্ধ শরিক হতো।
দ্বিনের জন্য যে প্রয়োজনাতিরিক্ত সব অর্থ দিয়েছে। যার এর পর আর দেবার মত কিছু নেই। সে যদি অন্যদের থেকে নিয়ে দ্বিনের জন্য আরো করে তবে এতে আমি ক্ষতি দেখি না।
যার আছে, সে নিজেরটা খরচ না করে আন্যদের থেকে নিয়ে খরচ করে, তবে ভিন্ন কথা।
উপরেরটা আমার অবস্থান।