Post# 1550140221

14-Feb-2019 4:30 pm


ইজতেমা আপডেট :

আহমেদ লাট সাহেব পৌছে গিয়েছেন।
তারেক জামিল সাহেব সহ পাকিস্তান থেকে কেউ আসবেন না।
মাঠে তিল ধারনের ঠাই নেই।

অথচ আমি ধারনা করেছিলাম মাঠের ১০ ভাগের এক ভাগ শুধু ভরবে।

প্রথম ধাক্কা শেষ। এর পর দেখার বিষয়।

- আরবরা কোন দিকে ঝুকে?

  • মিডিয়া আর প্রধানমন্ত্রী কোন আখেরি মুনাজাতে শরিক হয়।
  • এতাতিদের ইজতেমায় কি হয়।

    আর বয়ান সম্ভবতঃ আরম্ভ হয় নি। সরকারি নিষেধাজ্ঞা-বাধা ছিলো। আজকে আসরের পর থেকে আরম্ভ হবে। এজন্য কোনো আপডেট আসছিলো না।

    14-Feb-2019 4:30 pm

  • Published
    14-Feb-2019