"পারবেন না আল্লাহর জন্য জান দিতে?"
এই প্রশ্নটা একটা ধোকা। সত্যি যেখানে আল্লাহর জন্য জান দেবার সময় হয় তখন এই চ্যলেঞ্জ ছুড়তে হয়না। মানুষ এমনি বুঝে কি করতে হবে।
যেখানে আপনার ইমোশন দিয়ে দলকে আগানোর দরকার হয়। এবং ঐ দলের নেতা হিসাবে আমার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার দরকার হয় তখন এই চ্যলেঞ্জ ছুড়া হয়।।
"পারবেন না আল্লাহ জন্য জান দিতে?" প্রশ্নটার উদ্যেশ্য হলো "পারবেন না আল্লাহর জন্য আমাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে?"
পারবো হয়তো। কিন্তু আল্লাহর জন্য আরো অনেক কিছু করার সুযোগ আছে যেগুলো আমি করছিনা অলসতার জন্য। সেগুলোর সোয়াব আরো বেশি, আপনাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার সোয়াবের থেকে।
যদিও আপনি বলছেন "এটা আল্লাহ জন্য।"