Post# 1549987260

12-Feb-2019 10:01 pm


কালকে রাত থেকে আরম্ভ হবে এক পক্ষের ইজতেমা।


মাদ্রাসার বাচ্চারা ময়দানে এখনো কাজ করেছে দেখে মায়া লাগলো। এরা সব সময় মার খেয়ে যাচ্ছে। সেই ৫ই মে। সেই ১লা ডিসেম্বর। এখন চুপচাপ কাজ করে যাচ্ছে ইজতেমার জন্য।

"১লা ডিসেম্বর তারা টংগির মাঠে কি করছিলো?" প্রশ্নের জবাব এখানে। এর উপর টংগির মাঠে একটা মাদ্রাসা আছে, যেখােন বাচ্চারা পড়ে। সেই মাদ্রাসায় ঢুকে বাচ্চাদের পিটানোর কোনো কারন দেখি না "হেফাজত" গালি দিয়ে।


শাহবাগের দিনগুলোতে পরিচিত একজন তার দুই সন্তানকে নিয়ে শাহবাগে গিয়েছিলেন বাচ্চাদের "ইতিহাসের অংশ" করে রাখার জন্য। তারা কোন ইতিহাসের অংশ এখন হয়েছে আমরা জানি।

১লা ডিসেম্বর যারা "দ্বিনের জন্য পারবেন না জান দিতে?" চ্যলেঞ্জ নিয়ে আল্লাহ সামনে নিজেকে হাজির করে প্রমান করার জন্য টংগির ময়দানে ঝাপিয়ে পড়েছিলো তারাও এখন সেই রকম মুখ লুকাচ্ছে। "আমরা এর মাঝে ছিলাম না।"


সময় সাক্ষি।
আমরা দর্শক।

12-Feb-2019 10:01 pm

Published
12-Feb-2019