"অধিকাংশ মুসলিমরাই আহলে সুন্নাহর বাইরে-কাফের।" - ৩
আশারি-মাতুরিদি।
এর ব্যখ্যা দিলাম না। যারা বহু বছর থেকে এই সব যুক্তি শুনে আসছেন তারা জানেন। বা নিজেরাই এই দলে যোগ দিয়ে বিশ্বাস করেন অধিকাংশ মুসলিমরা আসলে কাফের বা নিদেন পক্ষে আহলে সুন্নাহর বাইরে।
এটা সালাফিদের মত। শায়েখ মতিউর রহমান মাদানি সহ যে কোনো সালাফি শায়েখের ফতোয়া দ্রষ্টব্য। বাংগালি আরব নির্বিশেষে।
"কোন যুগ থেকে কাফের হয়ে গিয়েছে?"
প্রথম ৩০০ বছরের পর থেকে। মানে গত ১১০০ বছর ধরে।
"কত পার্সেন্ট মুসলিম আসলে কাফের-আহলে সুন্নাহর বাইরে?"
প্রায় ৯০% মুসলিম। হানাফিরা সবাই। মালেকিরা সবাই। শাফিরা সবাই। হাম্বলিদের মাঝে কিছু কিন্তু সবাই না।
#HabibQuestionEverything
- Comments:
- সমস্ত শাফিরা যে "কাফের আহলে সুন্নাহর বাইরে" তার দলিল :
https://islamqa.org/shafii/shafiifiqh/30220
https://islamqa.org/shafii/shafiifiqh/30220 - ^ সালাফি শায়েখরা।
- এড করে দিচ্ছি মূল স্টেটাসে। নয়তো আরো অনেকে বুঝতে পারবে না।
- জানা নেই। তবে উনি যদি এই ধারার না হন তবে সালাফিরা উনাকে সালাফি হিসাবে স্বিকৃতি দেবে না। সালাফিজমের ডেফিনিশন হলো এটা। উনি হয় এই আকিদায় বিশ্বাসি, নয়তো সালাফি না। "সহি আকিদা" বলতে এটা বুঝায়, যদি নামটা শুনে থাকেন।
- এটা শাফি আলেমের মত। সালাফিদের মত হলো যারাই আশারি-মাতুরিদি তারাই আহলে সুন্নাহর বাইরে। এখানে দেখিয়েছি "শাফিরা আশারি"। যেটা সালাফিদের অনেকে অস্বিকার করে।
যাদের বুঝার দরকার তারা বুঝে নিয়েছে।