Post# 1549841576

11-Feb-2019 5:32 am


"অধিকাংশ মুসলিমরাই গোমরাহ-কাফের-আহলে সুন্নাহর বাইরে।" - ২

দ্বিতীয় যুক্তি : কোরআন শরিফে অধিকাংশ মানুষকে কাফের-অকৃতজ্ঞ বলা হয়েছে।

Traveling down the rabbit hole.

"অধিকাংশ মানুষের কথা বলা হয়েছে? নাকি অধিকাংশ মুসলিমদের?"

এখানে word play জবাব পাই সবসময়। "মুসলিমরা কি মানুষ না? অধিকাংশ মানুষ এবং অধিকাংশ মুসলিম দুটোই।"

"তবে কোন যুগ থেকে অধিকাংশ মুসলিম আসলে কাফের?"

যখন কোরআন শরিফ নাজিল হয়েছিলো তখন থেকে। সরাসরি এই উত্তর দেয়া হয় না। কিন্তু এটা ডিফল্ট উত্তর ধরে নেয়া যায়।

"কিন্তু রাসুলুল্লাহ ﷺ এর যুগে অধিকাংশ মুসলিম মুসলিম ছিলো।"

এর কাউন্টার যুক্তি বের করা যায় : ঐ সময়ে মুনাফিক ছিলো। মুনাফিকরা সংখ্যায় বেশি ছিলো।

"আর এর ব্যপ্তি কত? কত পার্সেন্ট গোমরাহ?"

৫০% এর উপরে। সম্ভবতঃ ৬০%।

"ঐ সময় থেকে এখন পর্যন্ত ৬০% এর বেশি মুসলিম আসলে কাফের?"

হ্যা। এবং কিয়ামত পর্যন্ত এই পার্সেন্ট বজায় থাকবে।

#HabibQuestionEverything

    Comments:
  • এগুলো আমার যুক্তি না। ফেসবুকের "জ্ঞানীদের" যুক্তি। যেগুলো বহু হাজার বার আমি শুনেছি। শুধু তাদের কথা পূনরাবৃত্তি করলাম।

11-Feb-2019 5:32 am

Published
11-Feb-2019