"অধিকাংশ মুসলিমরাই গোমরাহ-পথভ্রষ্ট-আহলে সুন্নাহর বাইরে অথবা সরাসরি কাফের বা মুনাফেক"
হতে পারে? একটা আইডলজি চেক করার ভালো পদ্ধতি হলো "প্রথমে হাইপোথিসিসটা সঠিক ধরে নাও। এর পর দেখ এটা তোমাকে কোথায় নিয়ে যায়।" ইংরেজিতে : go down the rabbit hole.
তাই প্রথমে এর পক্ষে যুক্তি সমুহ :
যুক্তি "গুরাবাহ" : অর্থাৎ শেষ যুগে এই দ্বিনের উপর যারা থাকবে তারা সমাজে অপরিচিত লোকদের মতো থাকবে। সমাজচ্যুতের মতো। এটা দিয়ে প্রমান হয় যে এখন অধিকাংশ মুসলিমরাই কাফের বা নিদেন পক্ষে গোমরাহ।
এর পর প্রশ্ন আসে "কখন থেকে অধিকাংশ কাফের হয়েছে? কখন থেকে শেষ যুগ আরম্ভ হয়েছে ধরবো?"
ধরে নেই ১৯০০ সাল থেকে। উথমানি খিলাফার শেষ থেকে।
"কেন তারা কাফের [বা গোমরাহ] হলো? কি পরিবর্তিত হয়েছে?"
*censored* আমরা যারা শুনেছি তারা শুনেছি যুক্তিগুলো কি।
"এর বিস্তার কতটুকু? কত সংখ্যক মুসলিম দাবিদার আসলে কাফের বা গোমরাহ?"
৯৮% রাফ এসটিমেশন।
উপরে কিছু ভুল থাকলে বলতে পারেন।
#HabibQuestionEverything
- Comments:
- maybe I am turning it into a joke. at least self reading my post makes it sound like so. which makes me wonder how people can travel down this rabbit hole with strong faith.
well it's "question everything" time. lets not get diverted.
- ^ questions welcome.
- ^ সেটা বের করার ফরমুলা খুজছি এই পোষ্টগুলোতে।