Post# 1549731970

9-Feb-2019 11:06 pm


"আল-মুরশিদুল মুইনের" প্রথম চার লাইন থেকে। যেটা মালেকিদের হেন্ড-বুক এর মতো।

في عقد الأشعري وفقه مالك وفي طريقة الجنيد السالك

অর্থ : আকিদায় আশআরি, ফিকহায় মালেকি, তরিকতে জুনায়েদ সালেক।

অর্থাৎ তরিকতের দিক থেকে জুনায়েদ বাগদাদি। আর আকিদায় আশারি-মাতুরিদি। এটা মালেকিদের মূলধারা।

মোটামুটি মালেকিদের ব্যপারে যা জানতে চেয়েছিলাম জানা হয়ে গিয়েছে।

এখন এনালাইসিসের সময়। যতটুকু জানলাম তার উপর। আর কিছু জানা দ্বারা বেশি কিছু বদলাবে বলে মনে করছি না।

9-Feb-2019 11:06 pm

Published
9-Feb-2019