Post# 1549728513

9-Feb-2019 10:08 pm


আমাদের দেশে এক কালে সবাইকে বেহেস্তি জেওর পড়িয়ে প্রয়োজনীয় মাসলা শিখাতো। এট লিষ্ট ৪০ বছর আগে এমন ছিলো। এখন কি জানি না।

তেমনি মালেকি মাজহাবে "মুরশিদুল মু'ইন"। এখানে পবিত্রতা থেকে আরম্ভ করে নামাজ, রোজা, হজ্জ, জাকাতের সব কিছুর নিয়ম ফরজ ওয়াজিব শেখানো হয়। একেবারে আকিদা থেকে তাসাউফ পর্যন্ত।

পার্থক্য হলো মুরশিদুল মুইন ৩০০ লাইনের একটা কবিতার মতো। ছন্দে। যেটা বাচ্চারা মুখস্ত করে ফেলে বা গ্রুপ বেধে পড়ে। এবং ছোট বেলাই শিখে ফেলে।

মুরশিদুল মুইনের আরবি সহ ইংরেজি অনুবাদ। একটা PDF এ
http://www.muwatta.com/ebooks/english/al-murshid_al-muin_arabic_footnotes.pdf

এর রিসাইটেশন আরবিতে।
https://www.youtube.com/watch?v=Hg--V4v57SA

9-Feb-2019 10:08 pm

Published
9-Feb-2019