Post# 1549586600

8-Feb-2019 6:43 am



দুই বছরের বাচ্চা। হাটতে গিয়ে উল্টো পাল্টা পা ফেলে। পড়ে যায়।

তার দরকার উৎসাহ। ধমক না। কারেকশন না। সে এটা নিজে নিজে কারেক্ট করে নিতে পারবে। একটু সময় দিতে হবে তাকে।


"তুমি রিয়াকার" কথাটা কাউকে বলে লাভ নেই। রিয়া তার থেকে চলে যাবে কিছু দিনের মাঝে ইনশাল্লাহ। আমলটা রয়ে যাবে।

আদব ধমক দিয়ে শিখানোটা যে ধমক দিচ্ছে তার জন্য বেআদবি। বরং নিজে আদবের সাথে চলতে হয়। অন্যরা দেখে শিখবে।


অধিকাংশ মু'মিন স্ট্রাগলিং। মাত্র ৬০ বছরের জিন্দেগি। এই সময়ের মাঝে সঠিকটা খুজে পেতে হবে। শিখতে হবে। আমল করতে হবে।

"বুঝতে বুঝতেই ৬০ বছর পার হয়ে গিয়েছে। আরো কিছু সময় পেলে আমল করতে পারতাম।"

এটাই লাইফ। আল্লাহ তায়ালা জানেন। এটাই পরিক্ষা। এই struggle. এই rush.

তাই মু'মিনদের ধমক দিয়ে লাভ নেই।

    Comments:
  • ^ good questions.

8-Feb-2019 6:43 am

Published
8-Feb-2019