Post# 1549554179

7-Feb-2019 9:42 pm


মালেকিতে তাসাউফ :

"হিজবুল বাহার" : যেটা আমাদের প্রচলিত ওজিফার কিতাবে আছে। জাহাজ ডুবে যাবার সময় এক বুজুর্গকে রাসুলুল্লাহ ﷺ দোয়াটা স্বপ্নে শিখিয়ে দিয়েছিলেন। উনি পড়েন এবং রক্ষা পান।

যেই বুজুর্গকে শিখিয়েছিলেন উনি ছিলেন মালেকি মাজহাবের। এবং এর চর্চা মালেকিদের মাঝে প্রচলিত। মানে "এই উপমহাদেশের আবিষ্কার" না।

বুজুর্গের পরিচয় উইকিতে।
https://en.wikipedia.org/wiki/Abul_Hasan_ash-Shadhili

এখানে হিজবুল বাহারের রিসাইটেশন। আরেক মালেকির আপলোড করা।
https://www.youtube.com/watch?v=Uo8adIC2lII

"দালাইলুল খায়রাত" : এটা একটা রচিত দুরুদ। বহুবার নাম শুনেছি সুফি ধারার লোকদের থেকে। এর লিখকও মালেকি মাজহাবের। এখানে রিসাইটেশন। এক আরবের। বুঝলাম মালেকিদের মাঝে এর চর্চা আছে।

https://www.youtube.com/watch?v=KFM930bisJI

এগুলো আমি যদি সাধারনভাবে আপলোড বা শেয়ার করতাম তবে নেট বিষ্ফোরিত হতো রাগে। কিন্তু মালেকি মাজহাবের নামে শেয়ার করছি বলে সম্ভবতঃ শান্ত থাকবে। :- )।

7-Feb-2019 9:42 pm

Published
7-Feb-2019