ইমাম মালেকের কিছু কাহিনী - ২
উনি ছিলেন আবু হানিফা রাহি: থেকে ১৩ বছর ছোটো। উনি ইমাম আবু হানিফার ফিকাহ সম্পর্কে বলতেন "আহলে রায় থেকে সাবধান।"
এর পর হজ্জের সময় দুজনের দেখা হয়। উনারা নিজেদের মাঝে যে বিষয়গুলো নিয়ে দ্বিমত ছিলো সেগুলো নিয়ে বসেন। কিন্তু স্বিদ্ধান্ত নেন মূল তিনটা বিষয় নিয়ে শুধু আলোচনা করবেন।
১। যে ঘটনাগুলো ঘটে নি সেগুলোর উপর ফতোয়া দেয়া। ইমাম মালেক ছিলেন এর প্রচন্ড বিরোধি। ইমাম আবু হানিফা এই সব বিষয়ে ফতোয়া দিতেন। কোনটা ঠিক?
২। ইজমা। ইমাম মালিকের মত ছিলো ইজমা হতে হবে শুধুমাত্র মদিনা শরিফের আলেমদের মতের উপর। কুফা বা অন্য কোনো এলাকার আলেমদের মতের উপর না।
৩। তৃতীয় আলোচনার বিষয় ছিলো "আহলে রায়" বনাম "হাদিস"। হাদিসের উপর ইমাম আবু হানিফা বিভিন্ন ধরনের যুক্তি ব্যখ্যা আনেন এটা ঠিক কিনা?
এর উপর তাদের আলোচনা। কি বলেছিলেন কি জবাব পেলেন এবং ফলাফল। নিচের লিংকে। ইংরেজিতে।
শেষে ইমাম মালিক ইমাম আবু হানিফার দৃষ্টিভঙ্গিকে মেনে নেন এবং উনাকে সম্মান করতে থাকেন।
http://www.muwatta.com/meeting-of-imam-malik-imam-abu-hanifa/
ওয়েব সাইটটা মালেকিদের, নাম দেখে ধারনা করছি।