Post# 1549528515

7-Feb-2019 2:35 pm


ইমাম মালেকের কিছু কাহিনী :

উনি ছিলেন তর্কের ঘোর বিরোধি। বলতেন "আমাদের মাঝে তর্ক নেই" "আমরা তর্ক করি না" "তর্ক করতে চাইলে ইরাকে যাও"।

এক লোক এসে উনাকে বলেন
"আমি আপনার সাথে তর্ক করতে চাই"

উনি জবাব দিলেন,
"তুমি তর্ক থেকে কি উপকার পাওয়ার আশা করো?"

"যদি আমি জিতি তবে আপনাকে আমার অনুসরন করতে হবে।"

"আর যদি আমি জিতি?"

"আমি আপনার অনুসরন করবো।"

"যদি তৃতীয় একজন এসে আমাদের দুইজনকেই হারিয়ে দেয়?"

"তবে আমরা ঐ লোকের অনুসরন করবো।"

"এরকম করলে প্রতি দিন তুমি একটা ভিন্ন দ্বিনের উপর থাকবে। তুমি চলে যাও।"

7-Feb-2019 2:35 pm

Published
7-Feb-2019