ফিকাহগত ব্যপারগুলো খুজে, তর্ক করে, রিসার্চ করে, নিজে নিজে বুঝে প্রতিটা ব্যপারে স্বিদ্ধান্ত নেবার জন্য জীবনের বড় অংশ ব্যয় করা যায়।
অথবা,
এই ব্যপারে যারা আগে কাজ করে গিয়েছেন তাদের একটা ধারাকে অনুসরন করে, জীবনের অধিকাংশ সময় ব্যয় করা যায় কোরআন শিক্ষা, ইবাদত, আমলে।