Post# 1549444567

6-Feb-2019 3:16 pm


আগামি সপ্তাহে বৃহস্পতি-শুক্রু-শনি ওজাহাতি ইজতেমা।
এতাতি ইজতেমা রবি-সোম-মঙ্গল।


কোন পক্ষে কত লোক এটা দেখার সুযোগ এই ইজতেমা। তবে সম্ভবতঃ দেখার প্রয়োজন নেই। এতাতিদের সংখ্যা ওজাহাতিদের ১০ গুন বেশি হবে ধারনা করে নিচ্ছি।

ফেসবুক পোষ্ট থেকে কিছু বুঝা যাবে না। নিজে গিয়ে ঘুরে না দেখলে। কাকরাইল মসজিদে কোন পক্ষের পালায় বেশি লোক হয় সেটা এখনো বুঝলাম না ফেসবুক পড়ে।


আমিরত্বে ফিরে যাওয়ার জন্য এখন দেশেও এতাতিদের একজন "আমির" নিযুক্ত করতে হবে। দেরি না করে এই ইজতেমার মাঝেই। এতাতিরা যদি এখনো শুরা দিয়ে চালায় তবে সেল্ফ-কন্ট্রাডিকটরি হয়ে যাবে।

এ দেশের আমিরকে ডাকা হতো "বড় হুজুর"। শেষ ছিলেন আব্দুল আজিজ সাহবে, খুলনায় বাড়ি। এখন এতাতিদের "বড় হুজুর" সম্ভবতঃ ওয়াসিফ সাহেব হচ্ছেন। টিভি সাংবাদিক যখন ঐ পক্ষকে জিজ্ঞাসা করেছিলো "আপনাদের বড় হুজুর কে?" জবাব দিয়েছিলো "ওয়াসিফ সাহেব।" তবে এটা একটা কোইনসিডেন্স। বড় কোনো ইন্ডিকেটর না।

ওয়াসিফ সাহেব আলেম না। আবার উনি ছাড়া অন্য কেউ যদি আমির হয় তবে তার সাথে ওয়াসিফ সাহেবের দ্বন্ধ লাগবে। বিভক্তি-বিভাজন।

    Comments:
  • ^ "এক্সট্রা" হিসাবে ছিলো। মুভিটা দেখি নি।

6-Feb-2019 3:16 pm

Published
6-Feb-2019