Doomsday date for each month.
এটা দিয়ে এই বছরের বা সামনে পেছনে কয়েক বছরের যে কোনো মাসের ক্যলেন্ডার-কি বার-তারিখ চিন্তা করে বের করা যায়।
যেমন এই বছরের [২০১৯ সাল] এর জন্য doomsday হলো "বৃহস্পতিবার"।
তাই ক্যলেন্ডারের প্রতিটা মাসের ছবিতে দেয়া তারিখ বৃহস্পতিবার।
সামনের বছর ঐ একই তারিখগুলো হবে শুক্রুবার।
গত বছর ছিলো মঙ্গলবার।
অর্থাৎ বছর বাড়লে একদিন করে বাড়বে।
আর লিপ ইয়ারের ফ্রব্রুয়ারি পার হলে আরেক দিন বাড়বে।
তাই সমানের বছর মার্চের পর থেকে doomsday হবে শনিবার।
ক্যলেন্ডারটা মনে রাখা খুব সোজা। প্রতিটা মাসের জন্য আলাদা করে মুখস্ত না করে, আমি ১,২,৩,৪ কোন দিক থেকে কোন দিকে গিয়েছে সেটা মনে রাখবো। একটা রেখার মতো। তিনটা ০ একটা T এর মতো হয়েছে সেটা মনে রাখবো। দুই দিকের দুই কোনায় ৫। বেশিরভাগটাই কভার হয়ে গেলো।